ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৬৪৬

ঢাকা: ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর নিখোঁজও রয়েছেন সহস্রাধিক মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৪ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়। তবে, কোরেয়ার মতে, এখন পর্যন্ত নির্দিষ্ট করে ১৩০ জন নিখোঁজ রয়েছেন।

ইকুয়েডরের ইতিহাসের স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের ছোবলে গৃহহীন হয়ে পড়েছেন হাজার-হাজার মানুষ। খাবার ও পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে গত ১৬ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে। ওই ভূমিকম্পের পর ইকুয়েডরে আরও ছোটখাট কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এইচএ/

**ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই ইকুয়েডরে
** মৃত্যুর মিছিলে জীবিতদের খুঁজতে অভিযান অব্যাহত
**ইকুয়েডরে নিহতের সংখ্যা বাড়ছেই, উদ্ধার অব্যাহত

**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৩
**ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭, আহত ৫৮৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।