ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প-হিলারির জয়যাত্রা চলছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
ট্রাম্প-হিলারির জয়যাত্রা চলছেই

ঢাকা: মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতের রিপাবলিকান প্রাইমারিতে ৫টি অঙ্গরাজ্যের ৫টিতেই জয় পেয়েছেন রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে একই সময়ে অনুষ্ঠিত ডেমোক্রাট প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সকে পেছনে ফেলে ৫টির মধ্যে ৪টি অঙ্গরাজ্য বাগিয়ে নিয়েছেন ডেমোক্রাট ফ্রন্ট রানার হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে কানেকটিকাট, দেলাওয়ার, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া এবং রোড আইল্যান্ডে ফলাফল প্রকাশের পরপরই নিজেকে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ‘প্রার্থী’ হিসেবে ঘোষণা করেন উচ্ছ্বসিত ট্রাম্প।  

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের বিজয় রথ মসৃণ গতিতে এগিয়ে গেলেও হিলারিকে একটু বেগ দেন বার্নি স্যান্ডার্স। রোডস আইল্যান্ডে হিলারিকে হারিয়ে দেন তিনি।

মঙ্গলবারের প্রাইমারির ফলাফল >>

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬/আপডেট: ১৭০২ ঘণ্টা
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।