টোকিও: জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রোববার আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।
এদিকে সুনামি সতর্কতা জারি করে জাপানের উপকূলীয় আবাসিক এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।
স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৭ মিনিটে (আন্তর্জাতিক সময় শনিবার রাত ১২টা ৫৭ মিনিট) হোনশুর প্রধান ভুখ-ে ভূমিকম্পটি আঘাত হানে। মূলত জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকাতেই এ সুনামি সর্তকর্তা জারি করা হয়।
পরে বেলা পৌনে ১২টার দিকে জাপানের আবহাওয়া দপ্তর আইওয়াত, মিয়াগি এবং ফুকুশিমার অঞ্চলে সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রশান্ত মহাসগরে জাপানের প্রধান দ্বীপ হোনশু। যার গভীরতা ছিল ৬ মাইল (১০ কিলোমিটার)।
চার মাস আগেই জাপানে এক প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২৩ হাজার লোক প্রাণ হারায়। সেইসঙ্গে দেখা দেয় পারমাণবিক বিপর্যয়। জাপান এখনও সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ১০, ২০১১