ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধ হয়ে গেলো ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
বন্ধ হয়ে গেলো ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’

লন্ডন: ফোনে আড়িপাতার দায় নিয়ে বন্ধ হয়ে গেলো ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড। আর তাই ১৬৮ বছর বয়সী পত্রিকার শেষ সংখ্যাটি রোববার ছাপা হলো ‘থ্যাংক ইউ অ্যান্ড গুডবাই’ শিরোনামে।



এদিন পত্রিকার সম্পাদক কলিন মেইলারের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা হাতে শেষ সংখ্যাটি নিয়ে বের হয়ে আসেন অফিস থেকে। এসময় পত্রিকার অনেক কর্মীকেই পত্রিকার লোগো সম্বলিত টি শার্ট পড়ে মাথা নিচু করে অফিস থেকে বের হেত দেখা যায়।

পত্রিকাটির শেষ সংখ্যার প্রচ্ছদে পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করে ‘এভাবে আমাদের চলে যাবার কথা ছিল না’ বলে প্রকাশ করে। আর এভাবেই গত হয়ে গেলো ব্রিটিশদের ঘরে পৌছে দেওয়া নিত্যনতুন সব চটকদার খবরের ডালি ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’।

চলতি মাসের শুরুর দিকে মোবাবইল ফোন হ্যাক করার ঘটনায় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক অ্যানডি  কোলসনকে গ্রেপ্তার করা হয়।

গার্ডিয়ানের তথ্য মতে, ২০০২ সালে খুন হওয়া কিশোর মিলি ডাউলারের রেখে যাওয়া মোবইল ফোন হ্যাক করে তার ভয়েস মেইল বার্তা চুরি করার জন্য পত্রিকাটি কোলসনের ব্যক্তিগত গোয়েন্দা কর্মককর্তা মুলকেয়ারকে নির্দেশ দিয়েছিল।
 
এই মুলকেয়ারই আবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ইরাকে নিহত ব্রিটিশ সেনা ও কর্মকর্তাদের আত্মীয়দের মোবাইল হ্যাক করার জন্য কাজ করে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিনোদন এবং রাজনীতি জগতের অনেক বিশিষ্ট ব্যক্তির মোবাইলও তার হ্যাক করার খবর পাওয়া গেছে। পুলিশ এরকম প্রায় ৪ হাজার সম্ভাব্য লক্ষ্য চিহ্নিত করতে পেরেছে।

আন্তর্জাতিক মিডিয়া মুঘল রুপার্ট মারডক এই পত্রিকাটি কিনে নেন ১৯৬৯ সালে। এর পর থেকেই এটি ব্রিটিশ গণমাধ্যম জগতে একটি প্রভাবশালী ও আক্রমণাত্মক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।

রুপার্ট মার্ডকের ছেলে জেমস মারডকের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছিল, ‘পত্রিকাটি যা কিছু ভাল করত তা একটি ভুলের কারণে কালিমালিপ্ত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।