ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া: আবারো জাতীয় সংলাপের আহ্বান, বিদ্রোহীদের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
সিরিয়া: আবারো জাতীয় সংলাপের আহ্বান, বিদ্রোহীদের প্রত্যাখ্যান

দামাস্কাস: সিরিয়াতে বিরোধী দলগুলোকে আলোচনায় বসতে আবারো আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন বাথ পার্টি। এ লক্ষ্যে দুই দিনব্যাপী একটি জাতীয় সংলাপের আয়োজন করতে যাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার।



সরকার বলছে, দেশে সম্ভাব্য সংস্কার নিয়ে রাজধানী দামাস্কাসে আলোচনা শুরু হবে। আলোচনায় অন্যান্য রাজনৈতিক সংস্কারের মধ্যে বহুদলীয় জাতীয় নির্বাচন এবং এবং নতুন গণমাধ্যম আইন নিয়ে কথা বলা হবে।

তবে সরকার বিরোধী আন্দোলনের সংগঠকরা এ আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৈঠকে অংশগ্রহণ করবে না বলে ইতোমধ্যে তারা জানিয়ে দিয়েছে।

মানবাধিকার গ্রুপগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ৩৫০ সদস্যসহ এক হাজার ৭৫০ জনেরও বেশি নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে।

সরকার অবশ্য এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কিছু সশস্ত্র অপরাধী চক্রকে দায়ী করেছে।

সম্প্রতি উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঢেউ লেগেছে সিরিয়াতেও। মধ্য মার্চ থেকে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।
 
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন বাথ পার্টির নেতারা, বিরোধী দলের নেতারা, নিরপেক্ষ সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং তরুণ অধিকার কর্মীরা প্রথম এই জাতীয় সংলাপে অংশ নেবে।

প্রাথমিকভাবে এই আলোচনা দুই দিনব্যাপী চলবে তবে বৈঠকের দিন তারিখ নিশ্চিত করা হয়নি।

ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা বলেন, এ আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত একটি সামগ্রিক সম্মেলনের রূপ নেবে। সেই সঙ্গে এখান থেকেই সিরিয়াকে একটি বহুদলীয় এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা আসবে। যেখানে দেশের সব নাগরিক সমান এবং সবাই দেশের ভবিষ্যত নির্ধারণের অংশ নিতে পারবে।

গত মাসেও প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন। তবে সেবারও একইভাবে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে।

সিরিয়াতে গণমাধ্যমের কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। বর্তমানে সেখানে বিদেশী সাংবাদিক প্রবশে নিষেধ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।