ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের কেরালায় ফের গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ৪, ২০১৬
ভারতের কেরালায় ফের গণধর্ষণ

ঢাকা: ভারতে ধর্ষণ যেন এক দৈনিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ঘটছে ধর্ষণের ঘটনা।

 

সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে আইনের এক ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ ও খুন হওয়ার ছয়দিন বাদে গণধর্ষণের শিকার হয়েছেন নার্সিংয়ের এক ছাত্রী।

বুধবার (০৪ মে) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার (০৩ মে) কেরলের রাজধানী থিরুভান্থাপুরমে বন্ধুর সহযোগিতায় ধর্ষণের শিকার হয়েছেন ওই ছাত্রী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়,ওই ছাত্রী ধর্ষকদের মধ্যে দুইজনকে চিনতে পেরেছেন। এছাড়া রাজ্যের প্রশাসন এ ঘটনায় সর্বোচ্চ তদন্তের আশ্বাস দিয়েছে।

এদিকে কেরালায় আইনের ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবারের এ ধর্ষণের ঘটনা এই প্রতিবাদকে আরও বেগবান করবে এবং আসন্ন নির্বাচনেও এর কিছুটা প্রভাব পড়বে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।