কায়রো: মিশরে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় যেসব পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তাদের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
অভিযুক্ত সেনা শাসকদের বিচারের আওতায় আনার জন্য কায়রোর তাহরির স্কয়ারে শনিবার হাজার হাজার লোকের এক জমায়েতে এ নির্দেশ জানান প্রধানমন্ত্রী এসাম শরাফ।
এদিন সমাবেশে অংশ গ্রহণকারীরা দ্রুত রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে মোবারকের শাসনামলে বেসামরিক ব্যক্তিদের সামরিক আইনে বিচার থেকে রেহাই দেওয়ার আহবান জানান।
ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা প্যানেল গঠনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এ প্যানেল দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলাগুলোও দেখবে।
এ বছরের জানুয়ারিতে ১৮ দিনব্যাপী গণঅভ্যুত্থানে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গণবিক্ষোভের মুখে তিন দশক ধরে ক্ষমতা আকড়ে থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারক শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
যতদূর জানা যায়, বিক্ষোভকারীদের ওপর হামলার জন্য একজন পুলিশের বিরুদ্ধে আদালতে করা এক ডজনেরও বেশি মামলায় তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। অবশ্য তার অনুপস্থিতিতেই আদালত এ রায় দিয়েছেন।
এ সপ্তাহের প্রথম দিকে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে আরো ৭ অভিযুক্ত পুলিশকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এসময় কায়রোর একটি আদালত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলের তিন মন্ত্রীকে নির্দোষে খালাস দিয়েছেন। এদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১১