ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কালকা মেল ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
কালকা মেল ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬২

নয়াদিল্লি: ভারতের উত্তরপ্রদেশে কালকা মেলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬২ জন এবং আহত দুই শতাধিক।
 
উদ্ধারকার্য পরিচালনা দলের প্রধান কর্ণেল এডিএস ধিল্লিয়ন বলেন, ‘অনেক মানুষ এখনও লাইনচ্যুত বগিগুলোর মাঝে আটকা পড়ে আছে।

বিকেলের মধ্যেই উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে পারবে বলে আশা করি। ’

আহতদের কানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কালকা মেল ট্রেনটি হাওড়া থেকে দিল্লির দিকে যাচ্ছিল। এসময় ট্রেনে যাত্রী ছিল ১২০০ জন। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেনটি উত্তরপ্রদেশের কানপুর-ফতেপুরের মাঝে মারওয়া স্টেশনের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়।

রেল কর্তৃপক্ষ আরও জানায়, ‘ মারওয়া রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হবার সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১০৮ কিলোমিটার। ইর্মাজেন্সি ব্রেক করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানায় কর্তৃপক্ষ। ’

এদিকে উত্তর প্রদেশের রেলওয়ে জেনারেল ম্যানেজার এইচসি জোশি বলেন, ‘ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। আমরা এখন উদ্ধারকার্য চালাতে ব্যস্ত। ’

প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং রেলওয়ে মন্ত্রীকে দুর্ঘটনা কবলিত স্থানে গিয়ে দুর্গতদের সকল প্রকার সহায়তা দানের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।