সানা: সমস্যা জর্জড়িত উপসাগরীয় অঞ্চলে শান্তি পুনস্থাপন পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে ক্ষমতা হস্তান্তরের জন্য ইয়েমেনী প্রেসিডেন্টের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একজন শীর্ষ স্থানীয় প্রতিনিধি রোববার রিয়াদে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে এ বার্তা পৌঁছে দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এদিকে ইয়েমেনের সংসদে বিরোধী দলগুলো প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছে।
সালেহকে ক্ষমতাচ্যুত করতে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে বিক্ষোভ চলছে।
হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইয়েমেনের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে জনগণের আশা-আকাঙ্খা পূরণের জন্য দেশটিতে জরুরিভিত্তিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা দরকার।
প্রেসিডেন্ট সালেহ রিয়াদে যুক্তরাষ্ট্রের একজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা জন ব্রেনানের সঙ্গে সাক্ষাৎ করার পর মার্কিন কর্তৃপক্ষ এই আহ্বান জানাল।
উল্লেখ্য, ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ এখন চিকিৎসার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে রয়েছেন।
জুন মাসে প্রেসিডেন্ট প্রাসাদে বিদ্রোহীদের এক বোমা হামলায় সালেহ মারাত্মকভাবে আহত হন।
পশ্চিমাদের প্রচন্ড চাপ সত্ত্বেও সালেহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওই চুক্তিতে প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার শর্তে চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১