লন্ডন: ধর্ষণ মামলায় বিচারের জন্য সুইডেনের কাছে ব্রিটিশ আদালতের হস্তান্তর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ।
যৌন হয়রানির বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে হস্তান্তর করতে ব্রিটেনের কাছে আবেদন জানিয়েছে সুইডেন।
সুইডেনে থাকার সময় দুই নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পত্র (চার্জশিট) এখনো দাখিল করা হয়নি। লন্ডনের একটি আদালত এ আবেদন গ্রহণ করে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
কিন্তু ৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অ্যাসাঞ্জ তাকে সুইডেনে হস্তান্তরের এই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের উচ্চ আদালতে মঙ্গলবার আবেদন করবেন।
সুইডেনে হস্তান্তর করা হলে তিনি ন্যায় বিচার পাবেন না এবং এতে মানবাধিকার লঙ্ঘিত হবেন- আসাঞ্জের আইনজীবীদের এই যুক্তি ওই আদালত নাকচ করে দিয়েছিলেন।
সুইডেনে অবস্থানকালে দুই নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত বছরের ডিসেম্বরে লন্ডনে অ্যাসাঞ্জকে আটক করা হয়। অ্যাসাঞ্জ অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ইরাক-আফগান যুদ্ধ নিয়ে মার্কিন গোপন নথি এবং তারবার্তা ফাঁস করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন কর্তৃপক্ষের রোষাণলে পড়েছেন।
গত ফেব্রুয়ারিতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি চলাকালে সমাজকর্মী ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা খানসহ মানবাধিকার কর্মী বিয়ানকা জাগার ছাড়াও অনেক সাংবাদিকের সমর্থন পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১