ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৩০

ইসলামাবাদ: পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ঝঞ্ঝাবিক্ষুব্ধ উত্তর ওয়াজিরিস্তানে তিনটি ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



মঙ্গলবার দক্ষিণ ওয়ারিজিস্তানের দ্রে নাশতার অঞ্চলে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ১৩ জন নিহত হয়। এর আগে এখানে ১০ জন নিহত হয়েছিল।  

সোমবার রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের গোরবিক অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় সাতজন নিহত হয়।

কয়েকটি অসমর্থিত সূত্র মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায়।

যুক্তরাষ্ট্র জানায়, এই অঞ্চল তালেবান এবং আল-কায়েদা জঙ্গিদের অভয়ারণ্য। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা আফগানিস্তানের ন্যাটো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ন্যাটো সেনারা দক্ষিণ এবং উত্তর ওয়ারিজিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের লক্ষ্য করে নিয়মিতই ড্রোন হামলা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।