ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান সীমান্ত থেকে সেনাদের সরিয়ে নেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
আফগান সীমান্ত থেকে সেনাদের সরিয়ে নেবে পাকিস্তান

ইসলামাবাদ: সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানকে অর্থ সহায়তা  কমিয়ে দেয় তাহলে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলের কাছে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের সরিয়ে নিতে পারে পাকিস্তান। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুক্তাদির মঙ্গলবার এ কথা জানিয়েছেন।



যুক্তরাষ্ট্র সোমবার জানায়, মার্কিন সেনা প্রশিক্ষকদের প্রত্যাহার, মার্কিন নাগরিকদের জন্য ভিসা সীমিত করা এবং অন্যান্য দ্বি-পাক্ষিক ইস্যুতে পাকিস্তান শক্ত অবস্থান গ্রহণ করায় দেশটি পাকিস্তানকে ৮০ কোটি ডলার সমপরিমাণ নিরাপত্তা সহায়তা কমিয়ে দেবে।

মঙ্গলবার বিকেলে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আহমেদ মুক্তাদির বলেন, ‘যদি সবকিছু কঠিন হয়ে যায়, তাহলে আমরা সেনাদের ফিরিয়ে আনবো। ’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দিলে আমরা সেনাদের ফিরিয়ে আনবো। কেন আমরা আমাদের সেনাদের দীর্ঘদিন ওই পাহাড়ী অঞ্চলে ঝুঁকির মধ্যে রাখবো। ’

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেয়া ৮০ কোটি ডলারের সহায়তা ফিরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেন হোয়াইট হাউসের চীফ অব স্টাফ টম ডনিলন।

আসল প্রতিরক্ষা এবং সামরিক নীতি পাকিস্তানের ক্ষমতাশালী সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি এবং সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) প্রধান লে.জেনারেল আহমেদ সুজা পাশার হাতে তৈরি হওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তুলনামূলকভাবে ক্ষমতাহীন।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।