ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রমাজানেও লিবিয়াতে হামলা অব্যাহত রাখবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, জুলাই ১৩, ২০১১

ব্রাসেলস: গাদ্দাফির অনুগত বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় হামলা করলে পবিত্র রমজান মাসেও লিবিয়াতে বিমান হামলা অব্যাহত রাখবে ন্যাটো।

ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র উইং কামন্ডার মাইক ব্যাকেন বলেন, রমাজান মাসেও গাদ্দাফির অনুগত বাহিনী অস্ত্রবিরতি দেয় কি না তার পর্যবেক্ষণ করছে ন্যাটো।

যদি তারা তা না করে তাহলে আমি মনে করি, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ন্যাটোর প্রতিশ্রুত অভিযান অব্যাহত রাখতে হবে। ’

আগামী ১ আগস্ট থেকেই মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরুর পর বেসামরিক মানুষদের নিরাপত্তা দেওয়ার কথা বলে পশ্চিমা জোট লিবিয়াতে সামরিক অভিযান শুরু করেছে। জাতিসংঘের অনুমোদনে প্রথমে ৯০ দিনের জন্য আকাশ পথে অভিযান শুরু করলেও সম্প্রতি তারা এর মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।