ইসলামাবাদ: পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামাবাদ এক্সপ্রেস হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের ৫টি সিলিন্ডারের মধ্যে একটির বিস্ফোরণ ঘটলে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের অনেকে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
খবরে আরও জানা যায়, বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ফাইজাবাদ থেকে কাল্লার সায়েদানের দিকে যাওয়ার পথে কোরাং শহরে বিস্ফোরণটি ঘটে।
পুলিশ বলছে, সিলিন্ডার বিস্ফোরণের পর বাসে আগুন ধরে যায়। কিন্তু জিও নিউজ বলছে, বাসে চারটি সিলিন্ডার অক্ষত অবস্থায় দেখা গেছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো চিহ্ন নেই।
এদিকে অপর একটি গণমাধ্যম তাদের নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বাসের মেঝেতে পেতে রাখা বোমা থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি।
তবে উদ্ধারকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে একটি বোমা অপসারণ দলও পৌঁছেছে। তারা এ বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১