ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘গাদ্দাফি পলায়নের জন্য প্রস্তুত’: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
‘গাদ্দাফি পলায়নের জন্য প্রস্তুত’: ফ্রান্স

প্যারিস: লিবিয়ার প্রেসিডেন্ট কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি দেশ ছেড়ে পলায়ন করতে প্রস্তুত বলে দাবি করলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ্যালেইন জুপ্পি। মঙ্গলবার রাতে তিনি এ দাবি করেন।



পররাষ্ট্রমন্ত্রী গাদ্দাফি প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও গাদ্দাফি প্রশাসনের দূতরা ফ্রান্সের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রেখেছে বলে তিনি বলেন, ‘গাদ্দাফি  প্রশাসনের দূতরা আমাদের সঙ্গে কথা বলছে এবং এটা পরিস্কার যে তারা কি বলতে চাচ্ছে। ’
 
ফ্রান্সের একটি রেডিওতে দেয়া বক্তব্যে জুপ্পি বলেন, ‘লিবিয়ার প্রশাসন তুরস্ক, নিউইয়র্ক, প্যারিসসহ বিভিন্ন দেশে তাদের দূত পাঠাচ্ছে। এ থেকেই বোঝা যায় গাদ্দাফি দেশ ছাড়ার জন্য কতটা মরিয়া। ’

জুপ্পি আরও বলেন, ‘আমাদের দূতের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে গাদ্দাফি পলায়ন করতে প্রস্তুত। সময় এসেছে এবিষয়ে কথা বলার। ’

এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সিস ফিল্লন একজনের পলায়নের চিহ্ন দেখতে পাচ্ছেন বলে জানান। একই সাথে লিবিয়ার পুর্ণগঠনে রাজনৈতিক সমাধান অপরিহার্য বলেও তিনি পার্লামেন্টরি কমিশনের এক আলোচনা সভায় বলেন।
 
এই কমিশন থেকেই একদিন আগে লিবিয়াতে ফ্রান্সের অভিযান চালানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ফ্রান্সের কূটনৈতিক সূত্র জানায়, ‘লিবিয়ার একনায়ক শাসককে অবশ্যই দেশ ছাড়তে হবে এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। আর কোনোদিন মুয়াম্মার গাদ্দাফিকে লিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে বা প্রতিবেশি হিসেবে দেখতেও চান না সারকোজি। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।