ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদে পশ্চিমাদের চাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদে পশ্চিমাদের চাপ

দামেস্ক: সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলো ক্রমাগত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর চাপ বাড়িয়ে চলেছে। তবে ফ্রান্স অভিযোগ করেছে, চীন এবং রাশিয়া বেঁকে বসায় তা সম্ভব হচ্ছে না।

বুধবার প্রকাশিত আন্তর্জাতিক বিভিন্ন গণামাধ্যমে এ তথ্য জানা গেছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেরার্দ লোংগে জানান, বাশার আল-আসাদের বাহিনী বিরোধীদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছেন। চীন এবং রাশিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘রাশিয়া এবং চীনকে বিষয়টি বুঝতে হবে যে, কেউ তার প্রতিপক্ষকে কামানের গোলা দিয়ে ধ্বংস করতে পারে না। ’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘একের পর সংস্কার প্রস্তাব দিয়ে তা বাস্তবায়ন না করায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। ’ বারাক ওবামা এমন সময়ে এই মন্তব্য করলেন যখন সোমবার সিরিয়াতে মার্কিন এবং ফরাসি দূতাবাসে হামলার পর দামেস্ক এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

গত মার্চ থেকে সিরীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।