আদ্দিস আব্বা: প্রায় ৫০ লাখ ইথিওপীয়দের জন্য খাদ্য সহায়তা দরকার। দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইথিওপিয়ার কৃষি প্রতিমন্ত্রী মিটিকু কাসা সোমবার জানান, দেশটির খাদ্য ঘাটতি মেটানোর জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দরকার। তিনি বলেন, ইথিওপিয়ার সরকারকে এ বছর ৩৮০ মেট্রিকটন খাদ্য বিতরণ করতে হবে।
আফ্রিকা মহাদেশের যে তিনটি দেশ তীব্র খরায় আক্রান্ত হওয়ার কারণে হাজার হাজার লোক খাদ্যের সন্ধানে জাতিসংঘ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তার মধ্যে ইথিওপিয়া অন্যতম। বাকি দুটি দেশ হলো কেনিয়া এবং সোমালিয়া।
ইথিওপিয়াতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা মিশনের পরিচালক জেসন ফ্রেজার বলেন, খরার তীব্রতা বেড়ে যাওয়ায় মার্কিন কর্মকর্তারা খুবই উদ্বিগ্ন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১