ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে তিনটি বোমা হামলা: নিহত ২০, আহত ১১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জুলাই ১৩, ২০১১
মুম্বাইয়ে তিনটি বোমা হামলা: নিহত ২০, আহত ১১০

মুম্বাই: ভারতের মুম্বাইয়ে বুধবার রাতে ৩টি বোমা হামলায় ২০ জন নিহত ও  ১১০ জন আহত হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এটা নিশ্চিত করেছে।

তারা এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মুম্বাইয়ের স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে বোমা হামলার ঘটনা ঘটেছে। সবগুলো হামলাই মানুষের ভিড়ের মধ্যে চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জাবেরি বাজারে হামলায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, আহত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতে পারে। ।

হামলাগুলোর দু’টি দক্ষিণ মুম্বাইয়ের ওপেরা হাউস ও জাবেরি বাজারে, আরেকটি মুম্বাইয়ের মধ্যাঞ্চল দাদার ওয়েস্টে।

দাদার ওয়েস্ট অঞ্চলের একটি প্রাইভেট কারে হামলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। জাবেরি বাজারে সিরিয়াল বোমা হামলার খবর জানিয়ে পুলিশ স্টেশনে ফোন এসেছে বলে কর্মকর্তারা জানান।

দাদার ওয়েস্টের ওই প্রাইভেট কারে বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে খবর পাওয়া গেছে। জাবেরি বাজারের রাস্তায় খাবারের দোকানে ভর্তি, মানুষের চলাচল বেশি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল মুম্বাইয়ে রওয়ানা হয়েছে। তারা ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন।

এদিকে এ ঘটনায় নয়াদিল্ল, চেন্নাই, ব্যাঙ্গালোরের শপিংমল, মার্কেটসহ বিভিন্ন স্থানে রেড এলার্ট জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।