লন্ডন: মিডিয়া মোগল রুপার্ট মারডকের প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন ঘোষণা দিয়েছে, তারা ব্রিটেনের স্যাটেলাইট চ্যানেল বিস্কাইবি কিনছে না।
এমন এক মুহূর্তে এ ঘোষণা এলো যখন, ব্রিটেনের হাউস অব কমনসে একইধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে ফোনে আড়ি পাতার অভিযোগে মারডকের বিখ্যাত ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়। গত রোববার এর শেষ সংস্করণ বের হয়েছে।
নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান চেজ ক্যারি বলেন, ‘এই পরিস্থিতিতে এই বিস্কাইবি কেনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ’
এ ঘোষণার পর বিস্কাইবির শেয়ারের মূল্য ৪ শতাংশ কমে যায়। সপ্তাহ খানেক আগে সর্বোচ্চ দাম ওঠার পর কোম্পানিটির দাম ২০ শতাংশ কমে যায়। এরপর নিউজ কর্পোরেশন বিস্কাইবির মালিকানা নিতে চাইলে এর দাম উপরে উঠে যায়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১