ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যক্তি খাতে চলে যাচ্ছে আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

দোহা: কাতার ভিত্তিক আরব বিশ্বের আলোচিত টিভি চ্যানেল আল জাজিরা ব্যক্তিখাতে চলে যাচ্ছে। কাতারের দৈনিক দ্য পেনিনসুলা এবং আল শার্কের খবরে এ কথা জানানো হয়েছে।



চ্যানেলটির নতুন নাম হবে ‘আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক’। এই পরিবর্তিত নাম চ্যানেলটিকে একটি আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করবে।          

ব্যক্তিখাতে আসার কারণ ব্যাখা করে দোহা ভিত্তিক এই চ্যানেলটি জানায়, অধিক সেবা এবং বৃহত্তর জনস্বার্থের কথা চিন্তা করে তারা ব্যক্তিখাতের বিনিয়োগকে উৎসাহিত করবে। পাশাপাশি চ্যানেলটি প্রশাসনিক পর্যায়ে পরিবর্তন করা সহ তার সম্পাদকীয় নীতিকে আরো নমনীয় করার কথা জানিয়েছে।       

১৯৯৬ সালের ১ নভেম্বর কাতারের রাজধানী দোহা থেকে এই চ্যানেলটি তার সম্প্রচার কার্যক্রম শুরু করে। শুরু থেকেই চ্যানেলটি অসম্ভব দর্শকপ্রিয়তা পায়। ব্যক্তিখাতে যাওয়ার পাশাপাশি চ্যানেলটি আল জাজিরা বলকানস, আল জাজিরা তুর্কি এবং আল জাজিরা সোয়াহিলি নামে আরো তিনটি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম শুরু করার কথা ঘোষণা করেছে।

ওই দৈনিকের খবরে বলা হয়, আরো বড় পরিসরে কার্যক্রম শুর করা যেমন, সামাজিক নেটওয়াকিং সাইট ইন্টারনেট এবং মোবাইলভিত্তিক সংবাদ গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়:২১২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।