মস্কো: লিবিয়ার রাজধানী ত্রিপোলি উড়িয়ে দিতে মুয়াম্মার গাদ্দাফি আত্মঘাতী পরিকল্পনা নিয়েছেন বলে জানায় রাশিয়ার বিশেষ দূত মিখাইল মার্গালভ।
বৃহস্পতিবার রাশিয়ার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও জানান, ‘যদি বিদ্রোহীরা রাজধানীর দখল নিয়ে নেয় তাহলে গাদ্দাফি বাহিনী মিসাইল দিয়ে শহর উড়িয়ে দেবে বলে আমাকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ’
গতমাসের ১৬ তারিখ মার্গালভ লিবিয়ার প্রধানমন্ত্রী বাগদাদি আল মাহমুদির সঙ্গে দেখা করেন কিন্তু তিনি গাদ্দাফির সঙ্গে দেখা করেননি।
‘আমি মনে করি গাদ্দাফি প্রশাসনের এমন আত্মঘাতী পরিকল্পনা থাকতে পারে কারণ তাদের কাছে এখনও পর্যাপ্ত মিসাইল এবং গোলাবারুদের মজুদ আছে বলেও জানায় মার্গালভ। ’
গাদ্দাফি এখন পর্যন্ত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপনযোগ্য মিসাইল ব্যবহার করেননি।
‘ত্রিপোলির ট্যাংকের গোলা, রাইফেলের গুলির অভাব থাকতে পারে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত মিসাইল এবং বিস্ফারক আছে বলেও জানান মার্গালভ। ’
মার্চ মাসে লিবিয়াতে বর্হিবিশ্বের হস্তক্ষেপের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনীত প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া। বিশেষত লিবিয়াতে বিদ্রোহী সেনাদের জন্য ফ্রান্সের অস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়া।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই লাভরভ হিলারি ক্লিন্টনের সঙ্গে লিবিয়া বিষয়ে কথা বলেন। যদিও বুধবারের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল যে রাশিয়া লিবিয়া প্রশ্নে কোনো কথা বলবে না।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১