ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ

জাকার্তা: উত্তপ্ত লাভা নির্গমণ শুরু হয়েছে ইন্দোনেশিয়ার মাউন্ট লোকোন অগ্নেয়গিরি থেকে।

আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত ছাই ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল সুলাওয়েসি দ্বীপের মাটি থেকে পাঁচ হাজার ফুট উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়েছে।



বৃহস্পতিবার মাঝরাতের কিছুক্ষন আগে আগ্নেয়গিরি থেকে লাভা বের হওয়া শুরু করে। লাভার সাথে সাথে ছাইমেঘ ৫ হাজার ২শ ফুটেরও বেশি উঁচুতে উঠে যায় বলে জানা যায়।

লাভা নির্গমনের ঘটনায় দ্বীপটির অধিবাসীরা বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে বলে শুক্রবার দেশটির একজন সিনিয়র সরকারি কর্মকর্তা জানান।

এদিকে নির্গত লাভার কারণে আশপাশ অঞ্চলের বনাঞ্চল পুড়ে গেছে বলে জানান ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো।

এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে অন্যত্র সরে যাওয়া অধিবাসীদের মাস্ক ও তাঁবু সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে একটি স্কুলে আশ্রয় নিয়ে আছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায় নি।

পুরো অঞ্চটিতেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মাউন্ট লোকোন অগ্নেয়গিরির আশপাশের সাড়ে তিন কিলোমিটার এলাকা থেকে ২৮ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।