লন্ডন: নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা ব্রুকস পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুক্রবার এ খবর নিশ্চিত করা হয়েছে।
ফোন হ্যাকিং বিষয়টি নিয়ে নানামুখী চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অবশেষে তিনি পদত্যাগ করলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ওই সব মানুষের জন্য গভীর দায়িত্ববোধ অনুভব করছি, যারা আমাদের জন্য আঘাত পেয়েছেন। ’
‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এটা একটা ভুল’ এই বলে চলতি সপ্তাহে নিউজ কর্পোরেশন জাতীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রেবেকো ব্রুকস ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত পত্রিকাটির সম্পাদক ছিলেন। সেই সময়েই খুনের শিকার মিলি
ডাওলারের ফোনে আড়ি পাতা হয়েছিল।
বিবৃতিতে ব্রুক আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের এই সঙ্কটকাল উত্তরণে সঠিক এবং দায়িত্বশীল ব্যবস্থা নেওয়া হবে। যদিও আমিই বিতর্কের কেন্দ্রবিন্দু তবু সমঝোতার সংযোগ সেতু হিসেবে আমি থাকতে চাই। ’
৪৩ বছর বয়সী এই প্রধান নির্বাহী কর্মকর্তা ২২ বছর ধরে নিউজ ইন্টরন্যাশনালের সঙ্গে কর্মরত আছেন।
তিনি টম মকরিজের স্থলাভিষিক্ত হয়ে আসেন। টম মকরিজ ছিলেন নিউজ কর্পোরেশনের ইতালির সম্প্রচার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১