রাচি: মুম্বাই হামলায় জড়িত সন্দেহে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল শুক্রবার ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজ্য পুলিশের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
তবে ভারতে সন্ত্রাস বিরোধী এ শীর্ষ সংস্থাটির অভিযানের সময় মানজার ইমাম (৩০) নামের ওই ব্যক্তি বারিয়াতু এলাকায় তার বাসভবনে উপস্থিত ছিলেন না।
পুলিশ সূত্র জানিয়েছে, এনআইএ অনুসন্ধানী কুকুর দিয়ে বাড়িতে তল্লাশি চালিয়েছে, বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করেছে এবং মানজারের ব্যবহৃত কম্পিউটারটিও পরীক্ষা নীরক্ষিা করা হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, মানজার ২০০৮ সালে আহমেদাবাদ সিরিজ বোমা হামলার জন্য সন্দেহভাজন দানিশের প্রতিবেশী। আহমেদাবাদের ওই হামলায় কমপক্ষে ৫০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
মানজারের বাবা আলী ইমাম বলেছেন, ‘দানিশের বন্ধু মনে করে আমার ছেলেকে মুম্বাই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ করা হয়েছে। ’
অভিযানের সময় মানজার চিকিৎসার জন্য বাইরে ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
পুলিশের সূত্র মতে, দানিশের কিছু চিঠিপত্র এবং মেইল উদ্ধার করা গেছে যার ভিত্তিতে তদন্ত সংস্থাগুলো ধারণা করছে রাঁচির কিছু তরুণ ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১