ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও কিউবা যাচ্ছেন হুগো শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
আবারও কিউবা যাচ্ছেন হুগো শ্যাভেজ

কারাকাস: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ চিকিৎসার জন্য আবারও বন্ধু রাষ্ট্র কিউবাতে যাবেন। ক্যান্সার নিরাময়ে তিনি সেখানে কেমোথেরাপি নেবেন।



দেশটির সংবিধান মোতাবেক সাধারণ সভা থেকে শনিবার হুগো শ্যাভেজকে এই সফরের অনুমতি দেওয়া হয়।

প্রায় এক মাস কিউবাতে কাটানোর পর ৫৬ বছর বয়সী এই নেতা গত ৪ জুলাই ভেনেজুয়েলাতে ফিরে যান। এ সফরে তার শরীর থেকে ক্যান্সারসদৃশ একটি টিউমার অপসারণ করা হয়।
 
এসময় শ্যাভেজ তার সমর্থকদের উদ্দেশে বেশ কয়েকবার রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দেন এবং নিয়মিত মন্ত্রিসভার বৈঠকও করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘তিনি ভোর ৫ টায় ঘুম থেকে উঠছেন এবং নিয়মিত জার্মান দার্শনিক ফ্রেড্রিক নিটশের লেখা পড়ছেন। ’

শ্যাভেজ বলেন, ‘দ্বিতীয় বারের মতো আমাকে কিউবা যেতে হচ্ছে। ’

ডাক্তারের পরামর্শমাফিক হুগো শ্যাভেজ তার কাজের চাপ কমিয়ে ফেলেছেন।

তার শরীরের ঠিক কোথায় টিউমারটি পাওয়া গিয়েছিল সে সম্পর্কে শ্যাভেজ কিছুই বলেননি। শুধু তিনি এতটুকুই বলেন যে, অপারেশনটি মেরুদ-ের নিচে হয়েছে।

রাজধানী কারাকাসে পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট ওয়ান্তো হুমালার সঙ্গে আলোচনা করার পরপরই শ্যাভেজ আবারও কিউবাতে চিকিৎসার জন্য যাবেন বলে ঘোষণা দিলেন।
 
এর আগে ব্রাজিলের একটি বার্তা সংস্থা এজন্সিয়া ব্রাসিলে বলা হয়, হুগো শ্যাভেজ ক্যান্সারের চিকিৎসার জন্য সাও পাওলোর হাসপাতালে যেতে পারেন এবং এ ব্যাপারে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে তার কথা হয়েছে। কিউবাতে শ্যাভেজ কতদিন অবস্থান করবেন সে ব্যাপারে শ্যাভেজের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।