নয়াদিল্লি: নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী যুদ্ধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ জানান, হিলারির এ সফরে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনায় অর্থনীতি, প্রতিরক্ষা, পরিবেশ, বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার ইস্যুগুলোও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মুম্বাইয়ে বুধবারের হামলার পরেও ভারত সফরে হিলারি নিরুৎসাহ নন বলে জানান।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব গভীর করতে এবং আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ভারতের পাশে দাঁড়ানো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ’
হিলারি আগামী সোমবার দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। পর দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন বলে বিষ্ণু প্রকাশ জানিয়েছেন।
প্রকাশ আরও জানান, ‘গত মার্চ মাসে ভারত এবং যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিরাজমান হুমকি মূল্যায়ন এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পারস্পরিক সহায়তা প্রশ্নে আলোচনা করেন। সেই সঙ্গে গোযেন্দা তথ্য বিনিময় এবং সক্ষমতা অর্জন বিষয় নিয়েও তারা কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১