ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন মারডক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, জুলাই ১৬, ২০১১
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন মারডক

লন্ডন: নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর ‘ভুলের’ জন্য জাতীয় দৈনিকগুলোতে এক পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন ছেপে ক্ষমা চেয়েছেন ‘মিডিয়া মুঘল’ খ্যাত রুপার্ট মারডক। বিজ্ঞাপনে তিনি নিজে স্বাক্ষর করেছেন।


 
বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘটে যাওয়া মারাত্মক ভুলের জন্য আমরা দুঃখিত। ’

ফোনে আড়িপাতা কেলেংকারির দায় নিয়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস এবং কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী লেস হিনটন গত শুক্রবার পদত্যাগ করেছেন।

কোম্পানির দুই নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন মারডক।

এ ব্যাপারে মারডক বলেন, ‘আমি জানি শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। মুক্ত এবং স্বাধীন সংবাদপত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এ ধারণার ওপরই আমাদের ব্যবসায়িক ভিত্তি প্রতিষ্ঠিত। আমাদের সেটাই করা দরকার। এই ধরনের ভুল এড়ানোর জন্য আগামী দিনগুলোতে আমরা আরও বাস্তব পদক্ষেপ নেবো। ’      

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।