লন্ডন: নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর ‘ভুলের’ জন্য জাতীয় দৈনিকগুলোতে এক পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন ছেপে ক্ষমা চেয়েছেন ‘মিডিয়া মুঘল’ খ্যাত রুপার্ট মারডক। বিজ্ঞাপনে তিনি নিজে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘটে যাওয়া মারাত্মক ভুলের জন্য আমরা দুঃখিত। ’
ফোনে আড়িপাতা কেলেংকারির দায় নিয়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকস এবং কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী লেস হিনটন গত শুক্রবার পদত্যাগ করেছেন।
কোম্পানির দুই নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন মারডক।
এ ব্যাপারে মারডক বলেন, ‘আমি জানি শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। মুক্ত এবং স্বাধীন সংবাদপত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এ ধারণার ওপরই আমাদের ব্যবসায়িক ভিত্তি প্রতিষ্ঠিত। আমাদের সেটাই করা দরকার। এই ধরনের ভুল এড়ানোর জন্য আগামী দিনগুলোতে আমরা আরও বাস্তব পদক্ষেপ নেবো। ’
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১