ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত: ৪৮০০ মানুষ স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ১৬, ২০১১
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত: ৪৮০০ মানুষ স্থানান্তর

জাকার্তা: ইন্দোনেশিয়ার একটি পর্বতের অব্যাহত অগ্ন্যুৎপাতের কারণে ৪ হাজার ৮০০ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সুলাওয়েসি দ্বীপের লোকন পর্বতে গত বৃহস্পতিবার থেকে অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে।

শনিবার ওই অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সকাল থেকে পর্বতটি থেকে ধুসর রংয়ের ছাই উদগীরণ হতে দেখা গেছে। ছাই পর্বতচূড়া থেকে ৮০০ ফুট উচ্চতায় উঠতে দেখা যায়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রোহ জানান, ৬টি আশ্রয় কেন্দ্রে গত কয়েক দিনে ৪ হাজার ৮০০ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেউ মারা যায়নি।

ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ৩৫ হাজার একশ‘ ডলার অর্থ বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এক হাজার ৫শ ৮ মিটার উচ্চতার মাউন্ট লোকন ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। ১৯৯১ সালে এর অগ্ন্যুৎপাতে একজন সুইস পযটক প্রাণ হারান। দ্বীপ দেশ ইন্দোনেশিয়াতে এমন অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় মাউন্ট মেরাপি। গত বছর জাভা দ্বীপের কেন্দ্রে অবস্থিত এ আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ৩৫০ জন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা,  জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।