ইসলামাবাদ: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার অন্যতম নেতা ইলিয়াস কাশ্মীরি মরেননি। তিনি বহাল তবিয়তেই পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
গত মাসে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন চালক বিহীন বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে সে সময় বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্র বা পাকিস্তান কোনো সরকারই তার মৃত্যুর খবর সে সময় নিশ্চিত করেনি।
পাকিস্তানের ডন পত্রিকা তাদের ওয়েবসাইটে একটি বেনামি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলিয়াস কাশ্মীরি এখনো পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে তৎপর রয়েছেন।
সন্ত্রাস বিরোধী বিশ্লেষকদের মতে, কাশ্মীরি আল কায়েদার একজন গুরুত্বপূর্ণ নেতা। পাকিস্তানে একাধিক হামলার জন্য তিনি দায়ী। এর মধ্যে অন্যতম হলো- গত ২২ মে করাচির নৌ-ঘাটিতে এবং ২০০৯ সালে রাওয়ালপিন্ডির সেনা হেডকোয়র্টারে হামলা।
ইলিয়াস কাশ্মীরী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামেরও (হুজি) সদস্য।
যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ২০০৬ সালের মার্চে করাচিতে মার্কিন কনস্যুলেটে বোমা হামলার পেছনে কাশ্মীরির হাত ছিল। ওই হামলায় ৪ জন নিহত এবং ৪৮ জন আহত হন।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় কাশ্মীরির নাম রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১