কাবুল: জঙ্গিগোষ্ঠী তালেবানে যোগ দেওয়ার আগে হামিদ কারজাইয়ের ভাইয়ের খুনি দেহরক্ষী যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল।
শনিবার প্রকাশিত একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
কারজাইদের আরেক ভাই মাহমুদ কারজাই বলেন, ‘আমরা অনুসন্ধান করে জেনেছি, গত তিন মাসে সে (দেহরক্ষী) এলোমোলো আচরণ করছিল। তার আচরণ ছিল অস্বাভাবিক ও অস্থির। তার ঘুম হচ্ছিল না, খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। মধ্যরাতে তার ফোন আসছিল। আমাদের পাওয়া তথ্যে আরও জানা গেছে, কিছুদিন আগে সে পাকিস্তানের কোয়েটায় সফরে গিয়ে তালেবান সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। ’ প্রাথমিক অনুসন্ধানে এসব জানা গেছে বলে তিনি জানান।
গত বিশ্লেষকরা জানাচ্ছেন, এ থেকে বোঝা যাচ্ছে আফগান সেনাবাহিনী ও পুলিশই কেবল ন্যাটোর কাছে ক্ষমতার নিতে সমস্যার মুখোমুখি হচ্ছে না। তালেবানের গোয়েন্দা কার্যক্রমও অত্যন্ত গোপনে সূক্ষভাবে চলছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১