ম্যানিলা: ফিলিপাইনে বিয়ে বহির্ভূত সম্পর্ক বাড়ছে। দেশটিতে অনেক যুগল রয়েছে যারা প্রচলিত রীতি অনুযায়ী বিয়ে না করেই একত্রে বসবাস করছে।
সর্বশেষ আদমশুমারির বরাত দিয়ে এক বিবৃতিতে বলা হয়, এশিয়ার একমাত্র রোমান ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত এই দেশটিতে ২০০৮ সালে জন্ম নেওয়া ১৭ লাখ ৮০ হাজার শিশুর মধ্যে শতকরা ৩৭ ভাগই জন্ম নিয়েছে কুমারী মাতার গর্ভে।
আদমশুমারি অফিস জানায়, অবিবাহিত দম্পতির ঘরে সন্তান জন্মের এই হার গত বছরের তুলনায় ১২ দশমিক ৫ ভাগ বেশি। একই সঙ্গে এই অনুপাত সামগ্রিক হিসাবে ২ ভাগ বেড়েছে।
ফিলিপাইনে বর্তমানে পারিবারিক জীবন শুরু করার ব্যাপারে বিয়ে হলো কারো পছন্দের-অপছেন্দের বিষয়। এটাকে আর প্রয়োজনীয় বিষয় বলে মনে করা হয় না। আর এই মনোভাব দিন দিন বাড়ছে বলে জানান জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা নিনে বালিগাদ।
তিনি আরো বলেন, ‘আজকাল অনেক জুটি একসঙ্গে থাকে। চার-পাঁচটি বাচ্চা হওয়ার পর তারা বিয়ে করে। তবে এর পেছনে কোনো বাস্তবসম্মত কারণ নেই। কারণ এখানে বিয়ে খুব ব্যয়বহুল নয়। ’
তিনি বলেন, ‘এটা সম্ভবত এ কারণে যে, আমরা ফিলিপিনোরা চলতি ফ্যাশনের চর্চা করতে বেশি পছন্দ করি। ’
প্রতি ১০ জন ফিলিপিনোর মধ্যে ৮ জনই ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত অপর দুই দেশ ভ্যাটিকান সিটি এবং মালটার মতো ফিলিপাইনে বিবাহ বিচ্ছেদ অবৈধ।
যাই হোক আদমশুমারির তথ্য অনুযায়ী এমন সিদ্ধান্তে আসা যায়, বিয়ে বহির্ভূত সন্তান জন্ম দিয়ে অনেক জুটি দেশটির ক্ষমতাবান ক্যাথলিক যাজকদের বিরোধিতাই শুধু করছেন না, তারা গির্জায় গিয়ে বিয়ে করার খ্রিস্টীয় প্রথাকেও অগ্রাহ্য করছেন।
ম্যানিলার দম্পত্তি আলভিন রুস এবং তার বান্ধবী হুয়ান লোপেস জানান, চার বছর আগে ম্যানিলার চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে তাদের পরিচয়। এর পর থেকেই তারা একত্রে থাকতে শুরু করেন এবং এখন তাদের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।
তারা বলেন, ‘বিয়ের পেছনে টাকা খরচ না করে আমরা তা দিয়ে ছেলের দুধ কিনি। ’
বাংলাদেশম সময়: ২২২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১