ওয়াশিংটন: চীনের আপত্তি সত্ত্বেও শনিবার ওয়াশিংটনে দালাইলামার সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৈঠকে বারাক ওবামা চীনের সতর্কতা অগ্রাহ্য করে দালাইলামাকে মানবাধিকার রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানায়।
ওবামা-দালাইলামার বৈঠক নিয়ে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ওবামা এবং দালাইলামার একটি ছবি সম্বলিত বিবৃতি প্রকাশ করে। সেখানে তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাইলামার সঙ্গে আলোচনারত বারাক ওবামাকে দেখা যায়।
প্রেসিডেন্ট ওবামা তিব্বত এবং তিব্বতীদের ধর্ম, সংস্কৃতি ও ভাষাগত ঐতিহ্য রক্ষায় সার্বিক সহযোগিতার আশাবাদ পুর্ণব্যাক্ত করেন।
যুক্তরাষ্ট্রের মতে তিব্বত চীনের অংশ বলে বৈঠকে উল্লেখ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে বেইজিং বরাবরই দালাইলামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে আসছে।
চীন এবং দালাইলামা উভয়ের জন্য সরাসরি বৈঠকই মঙ্গলজনক বলে বারাক ওবামা বলেন, ‘সরাসরি আলোচনা চীন এবং তিব্বত উভয়েরই জন্যই ফলপ্রসু হবে। ’
এবিষয়ে দালাইলামা বলেন যে, তিনি তিব্বতের স্বাধীনতা চান না। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘চীন সরকারের সঙ্গে আমার প্রতিনিধিদের বৈঠক খুব শীঘ্রই আবারও শুরু হতে পারে। ’
গত ২০১০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চীনের সঙ্গে দালাইলামার প্রতিনিধিদের সঙ্গে মোট ৯ দফা আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনা কোনো ফলাফল বয়ে আনেনি। বেইজিং ৭৬ বছর বয়সী এই ধর্মগুরুর মৃত্যুর জন্য অপেক্ষা করছে বলে অনেক তিব্বতীই বিশ্বাস করেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১