ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামীকে শুধু ভালোবাসা নয় কিডনিও দিলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১
স্বামীকে শুধু ভালোবাসা নয় কিডনিও দিলেন

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় ভালোবাসার জন্য নিজেদের স্বামীকে একটি করে কিডনি দিলেন দুই স্ত্রী।
 
আর এই কিডনি গ্রহণের মধ্য দিয়ে ওই দুই স্বামী নতুন জীবনই পেলেন শুধু তাই নয় মালয়েশিয়াতে এই প্রথমবারের মতো কিডনিদাতার রক্তের গ্রুপের সঙ্গে রোগির রক্তের গ্রুপ না মিলেও সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হলো।



বিনাকা আব্দুনদো বলেন,‘আমি ৩২ বছর বয়সী জেলান্ড ডেলাস রেইস গনজালোদোকে কোনো প্রকার দ্বিধা ছাড়াই কিডনি দান করেছি। ’

‘আমরা সবেমাত্র এপ্রিলের ২৯ তারিখ বিয়ে করেছি। আমি তার সঙ্গে আরও অনেক বছর থাকতে চাই। ’ কথাগুলো গতকাল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে বলছিলেন ২৭ বছর বয়সী বিনাকা।

জুলাই মাসের ১ তারিখ জেল্যান্ডের শরীরের সর্বপ্রথম কিডনি প্রতিস্থাপিত হয়। এরপর তার পথ অনুসরণ করে পরেরদিন কিডনি প্রতিস্থাপন হয় লিয়ঙ কিমের শরীরে।
 
পেশায় জেল্যান্ড একজন সিনিয়র প্রকৌশলী এবং লিয়ঙ কিম একজন ট্যুর গাইড।

জেল্যান্ড বলেন, ‘আমি একজন ফিলিপিনো কিন্তু আমি নিজেকে একজন মালয়েশিয়ান হিসেবে মনে করি। মালয়েশিয়াতে থাকারও আমার অধিকার আছে। ’

লি’র স্ত্রী হার্নাওয়াতি সুবলি বলেন,‘আমার স্বামী অবশ্যই আমার এই ত্যাগটুকুর দাবিদার। ’

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।