দুবাই: নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকসের পদত্যাগের পেছনে সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের হাত ছিল বলে মনে করা হচ্ছে। রেবেকা স্বেচ্ছায় পদ ছাড়েননি।
নিউজ করপোরেশনের অন্যতম সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোনে আড়ি পাতার অভিযোগে গত ১৫ জুলাই পদত্যাগ করেন রেবেকা ব্রুকস।
ব্রিটেনে খুন হওয়া মিলি ডাউলার নামে এক কিশোরীর ফোনে আড়ি পাতা এবং বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহের জন্য পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে। ব্রিটেনের রাজ পরিবার থেকে শুরু করে নামি দামি সেলিব্রেটি এবং রাজিনীতিকদের ফোনেও আড়ি পাতার প্রমাণ পেয়েছে পুলিশ।
সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ করপোরেশনের দ্বিতীয় বৃহৎ অংশীদার।
কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ৭ শতাংশ ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে তার।
গত শুক্রবার রেবেকার পদত্যাগের আগের দিন বৃহস্পতিবার বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে তালাল বলেন, ফোন কেলেংকারিতে তার (রেবেকা) জড়িত থাকার বিষয়টি পরিষ্কার, এখন এটা নিশ্চিত যে তাকে চলে যেতে হবে, আপনি বাজি ধরে বলতে পারেন তাকে চলে যেতে হবে। ’
তিনি আরও বলে, ‘নিঃসন্দেহে আমার কাছে নৈতিকতার গুরুত্ব অনেক বেশি। আমি এমন কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে চাই না যার এমন নারী বা পুরুষ কর্মকর্তা রয়েছে যার সততা নিয়ে সামান্যতম সন্দেহও থাকতে পারে। ’
ঘটনার চলতি তদন্ত সম্পর্কে তিনি বলেন, ‘আমি আশা করছি তদন্তে সত্যটা বেরিয়ে আসবে। ’
তিনি বলেন, ‘প্রকৃত ঘটনা খুব পরিষ্কারভাবেই বেরিয়ে আসবে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’
মারডকের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্কের কথা উল্লেখ করে যুবরাজ বলেন, ‘সদ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার পর কী ঘটছে সে ব্যাপারে কিছু জানা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। ’
তিনি আরও বলেন, ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং গ্রুপ (বিস্কাইবি) কেনার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। তবে এটা একেবারে ছেড়ে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১