কায়রো: মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে।
একদিকে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি করেছেন, মোবারকের অবস্থার উন্নতি হয়েছে।
অন্যদিকে মোবারকের আইনজীবী ফরিদ আল দিব বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানান, মোবারকের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি কোমায় চলে গেছেন।
মোবারকের আইনজীবীর বক্তব্যের পর হাসপাতাল কর্তৃপক্ষও তার কোমায় চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
কিন্তু শারম আল শেখের প্রধান মোহম্মদ ফাতাহাল্লাহ সিএনএনকে জানান, রোববার সন্ধ্যায় কোমা থেকে মোবারকের অবস্থার উন্নতি হয়েছে।
তিনি বলেন, অল্প কিছু সময় কোমায় থাকার পর তিনি এখন স্থিতাবস্থায় আছেন।
শারম আল শেখের একটি রিসোর্টের হাসপাতালে মোবারকের চিকিৎসা চলছে।
৩০ বছর মিসরের প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর হোসনি মোবারক এখন শারম আল শেখে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
দুর্নীতির অভিযোগে ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১১ ফেবব্রুয়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মোবারক (৮৩)। সরকারবিরোধী অন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৩ আগস্ট তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কথা রয়েছে।
ক্ষমতা ছাড়ার পরপরই গত ফেব্রুয়ারিতে মোবারককে গ্রেপ্তার করা হয়। হাসপাতালেও তাকে গ্রেপ্তার অবস্থায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১