বামিয়ান: আফগানিস্তানের বামিয়ান প্রদেশের নিয়ন্ত্রণভার দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে ন্যাটো।
গত মার্চে প্রেসিডেন্ট হামিদ কারজাই ৭টি প্রদেশের দায়িত্বভার পর্যায়ক্রমে স্থানীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন এই প্রদেশটি তার প্রথম।
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ প্রদেশগুলোর মধ্যে বামিয়ান অন্যতম। তবে প্রদেশটি দারিদ্র্যপীড়িত এবং পুরোপুরি বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের যে ঘোষণা এসেছে তার আগে ন্যাটো বাহিনীর এই দায়িত্ব হস্তান্তরকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিয়ন্ত্রণ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে আফগান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী এবং বিদেশী রাষ্ট্রদূতরা রাজধানী কাবুল থেকে বিমান যোগে বামিয়ানে যান। তবে নিরাপত্তার খাতিরে এই অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়নি।
ওই অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর অধীনে মোতায়েন নিউজিল্যান্ডের সেনারা থাকবেন তবে এখন তারা আফগান নিরাপত্তা বাহিনীর অধীনেই কাজ করবেন।
এদিকে, কাবুল ও পেশোয়ার প্রদেশের হেরাত, মাজার-ই-শরীফ, মেহতার লাম এবং অস্থিতিশীল হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ’র নিয়ন্ত্রণও আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১