লন্ডন: নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুকসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার লন্ডনের একটি পুলিশ স্টেশনে হাজিরা দিলে সেখানে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
জনগণের যোগাযোগ মাধ্যমে গোয়েন্দাগিরি করা এবং দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফোন হ্যাকিং কেলেংকারিতে নানামুখী চাপের মুখে গত শুক্রবার তিনি নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দেন।
রেবেকা ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদক ছিলেন। তার দায়িত্ব পালনের সময় ব্রিটেনে খুন হওয়া মিলি ডাউলার নামে এক কিশোরীর ফোনে আড়ি পাতা এবং বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহের জন্য পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে। ব্রিটেনের রাজ পরিবার থেকে শুরু করে নামি দামি সেলিব্রেটি এবং রাজিনীতিকদের ফোনেও আড়ি পাতার প্রমাণ পেয়েছে পুলিশ।
বিবিসির বাণিজ্য সম্পাদক রবার্ট পেস্টোন জানিয়েছেন, সূত্র নিশ্চিত করেছে গ্রেপ্তার হওয়া নারী রেবেকাই। তবে স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেপ্তার করা নারীর নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।
রেবেকার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘গত শুক্রবার পদত্যাগের পর পুলিশ তাকে থানায় হাজিরা দিতে বলেছিল। সেই হিসেবে তিনি গ্রেপ্তার হয়ে থাকতে পারেন। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১