ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা নিহত

কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ও পার্লামেন্টের এক সদস্য কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ ওই উপদেষ্টা জান মোহম্মদ খান ও পার্লামেন্ট সদস্য মোহাম্মাদ হাশিম ওয়াতানওয়ালের নিহত হওয়ার বিষয়টি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন।



বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে খবর পাওয়া গেছে।

দক্ষিণ উরুজগান প্রদেশের সাবেক গভর্নর জান মোহম্মদ খানকে কারজাইয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে গণ্য করা হয়।

দুর্নীতি বিষয়ক বিতর্ক ও জটিলতায় ২০০৬ সালে তিনি পদচ্যুত হন। এরপর তিনি প্রেসিডেন্টের দীর্ঘ তালিকার একজন উপদেষ্টা হিসেবে কাবুলে চলে আসেন। কারজাইয়ের ভাই আহমেদ ওয়ালির ডান হাত হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

কম্যুনিস্টের সাবেক সদস্য ওয়াতানওয়াল ২০০৫ সালের নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।  

এই দু’জনের নিহত হওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের নিহত হওয়ার তালিকা আরও দীর্ঘ হলো।

এর আগে সর্বশেষ গত সপ্তাহে গুলিতে নিহত হন কারজাইয়ের ভাই ও কান্দাহার প্রাদেশিক কউন্সিলের প্রধান আহমেদ ওয়ালি কারজাই।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।