ত্রিপোলি: লিবিয়ার তেল শহর ব্রেগার পূর্বাংশের আবাসিক এলাকায় গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে বলে বিদ্রোহীদের পক্ষ হতে জানানো হয়েছে।
‘ব্রেগা শহরে চলমান সংঘর্ষে এ পর্যন্ত ১২৭ জন আহত হয়েছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান বিদ্রোহীদের জাতীয় ট্রানজিশনাল কাউন্সিলের কর্মকর্তা আব্দুল রাহমান বুসম।
বিদ্রোহী অন্য এক মুখপাত্র মোহাম্মদ আল রাজেলি বলেন, ‘আমাদের বাহিনী ব্রেগার উত্তর-পূর্বাংশের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে এবং আমরা দক্ষিণ-পশ্চিমে সরকারি বাহিনীর দিকে দ্রুত এগুচ্ছি। ’
এই শহরের পতন হলে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি রাজধানী ত্রিপোলি রক্ষায় অনেকটাই চাপের মুখে পরবেন বলে মনে করা হচ্ছে।
রাজধানী ত্রিপোলি থেকে ৭৫০ কিলোমিটার পূর্বের শহর ব্রেগা। এটি লিবিয়ার অন্যতম তেল শহর এবং গাদ্দাফি অনুগত বাহিনীর অন্যতম ঘাটি হিসেবে পরিচিত।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের দেয়া তথ্য মতে, লিবিয়াতে ন্যাটো বিমান গাদ্দাফির অনুগত বাহিনী এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করছে।
শনিবার এক বিবৃতিতে কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের দেওয়া পদত্যাগ প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১