ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাই ট্রাজেডি: বিহারে এক ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জুলাই ১৮, ২০১১
মুম্বাই ট্রাজেডি: বিহারে এক ব্যক্তি আটক

বিহার: মুম্বাইয়ের সিরিয়াল বোমা হামলা ঘটনায় জড়িত সন্দেহে বিহারের কিষাণগঞ্জ থেকে রিয়াজুল নামের এক ব্যক্তিকে আটক করেছে বিহার পুলিশ।

সোমবার জেলা সদর থেকে ৪০ কি. মি. দূরে অবস্থিত একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিয়াজুল ওই গ্রামের আফতাব আলমের বাড়িতে থাকতো।

পুলিশ সেখান থেকে মারাঠি ভাষায় লেখা রিয়জুলের কিছু কাগজপত্র উদ্ধার করেছে। রিয়াজুলের চলাচলে নিরাপত্তা সংস্থার সন্দেহ হলে তার প্রতি নজরদারি বাড়ানো হয়। অবশেষে তাকে সোমবার সকালে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে ভারতের ইনটেলিজেন্স ব্যুরো তাকে এখন জিজ্ঞাসাবাদ করছে।

অন্যদিকে, ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এসআইএ) তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিশানগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।