কুয়েটা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা অভিযান বন্ধের দাবিতে আদিবাসী বিদ্রোহীরা ৫ সরকারি কর্মকর্তাকে অপহরণ করেছে। রোববার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রোববার সকালে কুয়েটা থেকে ৪০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল সমৃদ্ধ বেলুচিস্তানের রাজধানী সোরাঙ প্রদেশে এ অপহরণের ঘটনা ঘটে।
নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি এ ঘটনার দায় স্বীকার করে বলেছে, কুহলু প্রদেশে বেলুচ জনগণের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধ হিসেবেই এ অপহরণ করা হয়েছে।
আঞ্চলিক স্বরাষ্ট্র সচিব জাফরুল্লাহ বেলুচ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘অস্ত্রধারীরা পাকিস্তানের খনিজ সম্পদ উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প পরিচালকসহ ৫ জনকে তাদের আবাসিক এলাকা থেকে অপহরণ করেছে। ’
অপহৃতদের অপরিচিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সন্ধানের জন্য একটি অনুসন্ধান দল পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সরকারি কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে প্রতক্ষ্যদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনিটি গাড়িতে আসা দুই ডজনের বেশি অস্ত্রধারী পাকিস্তান খনিজ সম্পদ উন্নয়ন কর্পোরেশনের (পিএমডিসি) আবাসিক এলাকা ঘিরে ফেলে। বিদ্রোহীরা এ সময় বন্দুক ঠেকিয়ে ৫ জন কর্মকর্তা ও দুইটি সরকারি যানবহন নিয়ে পালিয়ে যায়। ’
বেলুচ লিবারেশন অর্মির মুখপাত্র মিরাক বেলুচ কুয়েটার একটি সংবাদপত্র অফিসে স্যাটালাইট ফোনে এ অপহরণের দায় স্বীকার করে বলে, ‘কুহলু এবং কামালুং প্রদেশে বেলুচ জনগণের বিরুদ্ধে নতুনভাবে সেনা অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এ অপহরণ করা হয়েছে। ’
পাকিস্তান খনিজ সম্পদ উন্নয়ন কর্পোরেশন (পিএমডিসি) যদি ওইসব এলাকায় তাদের কার্যক্রম না বন্ধ করে তাহলে অপহরণকৃত ব্যক্তিদের একে একে হত্যা করা হবে বলেও হুমকি দেয় ওই মুখপাত্র।
বাংলাদেশ সসয়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১