লন্ডন: নিউজ কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা ব্রুকস জামিনে মুক্তি পেয়েছেন বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।
রোববার লন্ডনের একটি পুলিশ স্টেশনে হাজিরা দিতে গেলে সেখানে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
জনগণের যোগাযোগ মাধ্যমে গোয়েন্দাগিরি করা এবং দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছিল।
রেবেকা ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের সম্পাদক ছিলেন। তার দায়িত্ব পালনকালে ব্রিটেনে খুন হওয়া মিলি ডাউলার নামে এক কিশোরীরর ফোনে আড়ি পাতা এবং বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহের জন্য পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে নিউজ অব দ্যা ওয়ার্ল্ডের বিরুদ্ধে।
ব্রিটেনের রাজ পরিবার থেকে শুরু করে নামি দামি সেলিব্রেটি এবং রাজনীতিকদের ফোনেও আড়ি পাতার প্রমাণ পেয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১