কাবুল: আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডোর জেনারেল ডেভিড পেট্রাউস সামরিক অভিযানের দায়িত্ব লে.জেনারেল জন অ্যালেনের কাছে হস্তান্তর করেছেন। জেনারেল পেট্রাউস পরবর্তী দায়িত্ব হিসেবে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলেজিন্স এজেন্সির (সিআইএ) প্রধান হয়ে কাজ করবেন।
এই হস্তান্তরের ঘোষণা এমন এক সময়ে আসল যখন কাবুলে মাত্র কদিন আগে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই তালেবান আক্রমণে নিহত হয়েছেন। ন্যাটো এর আগে রোববার বামিয়ান প্রদেশের দায়িত্ব স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে।
মার্চে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পরিকল্পনা অনুযায়ী যে সাতটি প্রদেশের দায়িত্ব স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের কথা রয়েছে বামিয়ান হলো তার মধ্যে প্রথম। ২০১৪ সালে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর যৌথ অভিযান শেষ হওয়ার আগে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে অন্তবর্তী সময়ের জন্য এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে আফগানদের জন্য একটা কঠিন সময় হিসেবে দেখা হচ্ছে।
জেনারেল পেট্রাউস মার্কিন সেনাবাহিনীতে ৩৭ বছর ধরে কাজ করে আসছেন। ২০১০ সালে তিনি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর দায়িত্ব নেন এবং ৩০,০০০ মার্কিন সেনাকে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরো উপযোগী করে তোলেন। আফগানিস্তান থেকে আগামী মাসেই প্রথম পর্যায়ের মত মার্কিন সেনারা কাবুল ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১