ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফোনে আড়ি পাতার ঘটনায় ডেভিড ক্যামেরনকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জুলাই ১৮, ২০১১
ফোনে আড়ি পাতার ঘটনায় ডেভিড ক্যামেরনকে জিজ্ঞাসাবাদ

লন্ডন: মেট্ট্রোপলিটন পুলিশ প্রধান স্যার পল স্টিফেনসনের পদত্যাগের পর ফোনে আড়ি পাতার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্যার পল স্টিফেনসন বন্ধ হয়ে যাওয়া নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক নির্বাহী লেস ওয়ালিসকে একজন উপদেষ্টা হিসেবে ভাড়া করায় বেশ সমালোচনার মুখে পড়েন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যান্ডি কুলসনের সম্পর্কের প্রসঙ্গ টেনে স্যার পল বলেন, তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।

ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনার তদন্তের অংশ হিসেবে পলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে বলেন, পদত্যাগ করার জন্য স্যার পলের উপর কোন চাপ ছিল না। কিন্তু বিরোধী দল লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, স্যার পল এবং ওয়ালিসের সম্পর্ক পলের কাজকে ক্ষতিগ্রস্ত করেছে।  

এর আগে নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুকসকে তদন্তের অংশ হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রেবেকা ব্রুকস রোববার জামিনে মুক্তি পান। ফোনে আড়ি পাতা কেলেঙ্কারির ঘটনা সংগঠিত হওয়ার সময় রেবেকা ব্রুকস নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।