ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালীয় জলদস্যুদের হাতে এবার জিম্মি তিন বাংলাদেশি নাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
সোমালীয় জলদস্যুদের হাতে এবার জিম্মি তিন বাংলাদেশি নাবিক

ঢাকা: সোমালীয় জলদস্যুদের হাতে এবার ছিনতাই হয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজ। এতে জিম্মি নাবিকদের মধ্যে তিন জন বাংলাদেশি।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার এ খবর জানানো হয়। এতে বলা হয়, ১৬ জন নাবিক নিয়ে `এমভি জুব্বা` নামের তেলবোঝাই জাহাজটি উত্তর ভারতসাগর দিয়ে যাওয়ার সময় রোববার দস্যুদের কবলে পড়ে। এটি নিয়মিত রুটে সংযুক্ত আরব আমিরাত থেকে সোমালীয় বারবেরা বন্দরের দিকে যাচ্ছিলো।

ইউরোপীয় ইউনিয়ন নৌ-বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘জাহাজটি সম্পর্কে খুব কম তথ্যই জানা যাচ্ছে। তবে এটিতে ৯ জলদস্যু চড়ে বসেছে এবং নাবিকদের জিম্মি করে সোমালীয় উপকুলের দিকে নিয়ে যাচ্ছে। ’

নাবিকদের মধ্যে একজন শ্রীলঙ্কান, তিন জন বাংলাদেশি, পাঁচ জন ভারতীয়, চারজন সোমালীয়, একজন কেনীয়, একজন সুদানি ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

বাংলাদেশ সময় ১৯৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।