ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসবিরোধী তৎপরতাই অগ্রগণ্য ইস্যু: ভারতে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১
সন্ত্রাসবিরোধী তৎপরতাই অগ্রগণ্য ইস্যু: ভারতে হিলারি

নয়াদিল্লি: ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসবিরোধী তৎপরতাই প্রথম ও অগ্রবর্তী ইস্যু। সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দেবে বলেও তিনি মন্তব্য করেন।



এর আগে সোমবার রাতে হিলারি ক্লিনটন দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। এটা হিলারির দ্বিতীয় বারের মতো ভারত সফর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণর সঙ্গে অনুষ্ঠিত ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সংলাপে হিলারি স্পষ্ট করে বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশই সন্ত্রাসবাদী হামলা থেকে নিজ নিজ ভূখ-কে রক্ষার জন্য বিভিন্ন পথ খুঁজছে।

কৃষ্ণর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র বরাবারই পাকিস্তানকে বলে আসছে ২৬ নভেম্বরে (২০০৮) মুম্বাই হামলার জন্য দোষী ব্যক্তিদের ন্যায়বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, স্বচ্ছভাবে, সম্পূর্ণরূপে ও জরুরিভিত্তিতে পাকিস্তানকে ওই ঘটনার বিচার করতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ভারতের একটি সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা যতখানি সম্ভব পাকিস্তানকে চাপ দেব। ’

চলতি বছর গত ১৩ জুলাই সন্ত্রাসীরা মুম্বাইয়ে কয়েকটি বোমা হামলা চালায়। এতে নিহত হন ২১ জন। এছাড়া ২০০৮ সালেও মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসীরা হামলা চালায়। ওই ঘটনায় ১৬৪ জন মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।