লন্ডন: ফোন হ্যাকিংয়ের ঘটনায় মিডিয়া মুঘল রুপার্ট মারডক ও তার ছেলে জেমস মারডক মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের মুখোমুখি হয়েছেন।
ফোন হ্যাকিংয়ের ঘটনায় একইসঙ্গে পুলিশ, রাজনীতিক ও গণমাধ্যম এলিটদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে।
রুপার্ট মারডক বলেন, ‘এটাই আমার জীবনের সবচেয়ে বাজে দিন। ’ তার বক্তব্য বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়া ব্রিটেনের মারডকের নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা ব্রুকস উপস্থিত হয়েছেন। তিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন।
এদিকে, জেমস মারডক ব্রিটিশ পার্লামেন্টকে বলেন, ‘ব্রুকস এবং অন্য সিনিয়র কমকর্তারা ফোন হ্যাকিংয়ের ব্যাপারে কিছু জানতেন, এ বিষয়ে আমি কিছু জানি না আর প্রমাণও নেই। ’
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১