লন্ডন: ফোন হ্যাকিংয়ের অভিযোগে কম হেনস্তা হলেন না মিডিয়া মুঘল রুপার্ট মারডক। সবশেষ হামলার শিকার হলেন তিনি।
তবে তা যতোটা না শারীরিক ক্ষতির উদ্দেশ্যে, তার চেয়ে বেশি ঘৃণা জানাতে। একদলা শেভিং ফোম ছুড়ে মারা হলো তার দিকে।
ব্রিটিশ এমপিদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নিউজ করপোরেশন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মারডক।
প্রায় দুই ঘণ্টা ধরে চলছিলো সওয়াল জবাব। হঠাৎই একজন ছুটে এসে শেভিং ফোমের একটি দলা ছুড়ে মারেন তাকে লক্ষ্য করে।
এসময় কয়েকজন মিলে তাকে আটকানোর চেষ্টা করেন। এদের মধ্যে মারডকের স্ত্রী ওয়েন্ডিও ছিলেন।
পুলিশ অবশ্য লোকটিকে আটক করেছে।
পরে যে কক্ষটিতে সেশন চলছিলো সেটি বন্ধ করে রাখা হয়। কাউকেই আর সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এতে এমপিদের প্রশ্ন সেশন বিঘ্নিত হয় প্রায় ১৫ মিনিট।
লেবার এমপি ক্রিস ব্রায়ান্ট বলেন, ওই লোক একদলা শেভিং ফোম একটি প্লাস্টিকের পাত্রে ঢেলে তা দিয়ে মারডকের মুখমণ্ডল ভরিয়ে দিতে উদ্যত হন।
তবে এ ধরনের একটি কাজকে সংসদের অবমাননা বলেই মত দিয়েছেন ব্রায়ান্ট।
পার্লামেন্ট ভবনের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে ব্রায়ান্ট বলেন, `আমার ধারণা, নিরাপত্তাকর্মীরা শেভিং ফোমের বিষয়টিতে অতটা গুরুত্ব দেয়নি। `
বাংলাদেশ সময় ২২৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১