ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেকে নির্দোষ দাবি মারডকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
নিজেকে নির্দোষ দাবি মারডকের

লন্ডন: নিজেকে নির্দোষ দাবি করলেন ফোন হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত নিউজ কর্পোরেশন প্রধান মিডিয়া মুঘল রুপার্ট মারডক।

ফোন হ্যাকিংয়ের ঘটনায় মিডিয়া মুঘল রুপার্ট মারডক ও তার ছেলে জেমস মারডক মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের মুখোমুখি হয়।

এসময় বিক্ষুব্ধ একজন দর্শক রুপার্টের মুখে শেভিং ফোম পাই ছুড়ে মারেন। এ ঘটনায় ঘটনাস্থলে হট্টগোল শুরু হয়ে যায়। ঘটনা সমালে ওঠতেই শুনানি বন্ধ করে দেয়া হয়।
 
ঠিক দশমিনিটের মাথায় আবার শুনানি শুরু হয়।

শুনানির সময় মারডকের ছেলে জেমস মারডক বলেন, ‘ফোন হ্যাকিং অমার্জনীয় অপরাধ। ’

তবে শুনানির শুরুতেই রাপার্ট মারডক ফোন হ্যাকিংয়ের কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন।

কিন্তু রুপার্টের ক্ষমা চাওয়াতে হাল ছেড়ে দেবার পাত্র নন লেবার পার্টির এমপি টম ওয়াটসন।
 
ওয়াটসনের একের পর এক করা প্রশ্নে একসময় চুপ হয়ে যান রুপার্ট মারডক। মারডকের পক্ষে তার ছেলে জেমস মারডক কথা বলতে গেলে ওয়াটসন বলেন, ‘ছেলে নয় বাবার মুখ থেকেই জবাব শুনতে চান তিনি। ’

ওয়াটসন আরও বলেন, ‘তোমার বাবা সরকারকে সহযোগিতা করতে বাধ্য কারণ তার কোম্পানীর কারনেই অনেক বড় একটা খারাপ কাজ হয়েছে। ’

মারডক বলেন, ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড আমার কোম্পানীর অনেকগুলো অংশের মধ্যে একটি। আমাদের কর্পোরেশনে সারা বিশ্বে ৫৩ হাজার মানুষ কাজ করে। ব্যক্তিগতভাবে প্রতিটি প্রতিষ্ঠানের দেখাশুনা করা আমার পক্ষে সম্ভব নয়। ’

যখন ব্রিটিশ পার্লামেন্ট ভবনে রুপার্ট মারডকের শুনানি চলছিল তখন পার্লামেন্ট ভবনের বাইরের অবস্থা ছিল উত্তপ্ত। ‘মার্ডক ওয়ান্ডেট ফর নিউজ ক্রাইম’ সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল অনেকেই বাইরে।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।