ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি

ইসলামাবাদ: পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনা রাব্বানি খারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাব্বানি সম্পর্কে সার সংক্ষেপ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছেন।



পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পদ গত ফেব্রুয়ারির ৯ তারিখ থেকেই খালিন ছিলো। সিআইএ কন্ট্রাকটর র‌্যামন্ড ডেভিসকে হত্যার ঘটনায় শাহ মাহমুদ কোরেশিকে বরখাস্ত করার পর রাব্বানিই পররাষ্ট্রমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এতোদিন পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে পররাষ্ট্র সচিব সালমান বশির মন্ত্রণালয়ের সার্বিক কাজ সম্পন্ন করেছেন। মে মাসের ২ তারিখে যখন মার্কিন বাহিনী পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যা করলো সেময়কার কঠিন অবস্থাও সামলাতে হয়েছে বশিরকে।

আসন্ন ভারত-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের জন্যই প্রস্তুত করতেই হিনা রাব্বানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

৩৪ বছর বয়সী রাব্বানি খার পাকিস্তান মুসলিম লীগ কায়েদ পার্টির সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের শাসনামলে তিনি ক্ষমতাসীন পার্টি পাকিস্তান পিপলস পার্টিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।